১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুবাই ফিনটেক সামিটে অংশগ্রহণ করছে রিভ চ্যাট

-

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘দুবাই ফিনটেক সামিট ২০২৪’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ-সিঙ্গাপুরের জয়েন্ট ভেঞ্চার, কাস্টমার এঙ্গেজমেন্ট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভ চ্যাট। ৬ ও ৭ মে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুবাইয়ের সবচেয়ে বড় রিসোর্ট মদিনাত জুমেইরাতে অনুষ্ঠিত হবে। আর্থিক খাতে কাস্টমার এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রিভ চ্যাট এই সম্মেলনে তাদের নতুন সংস্করণ ৪.০ উন্মোচন করবে। প্রতিষ্ঠানটি আরো জানায় নতুন সংস্করণে তারা অভূতপূর্ব কিছু অগ্রগতি নিয়ে এসেছে, যার ফলে ইন্সট্যান্ট মেসেজিং (আইএম) ও লাইভ চ্যাটের সব সুবিধার সমন্বয়ে ওয়েবসাইট একটি ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে পরিণত হবে। এছাড়া রিভ চ্যাটের সহজ ও সাবলীল চ্যাটিং প্ল্যাটফর্ম গ্রাহকদের আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান ও ওয়েবসাইটে নতুন গ্রাহক তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিভ চ্যাটের সিইও এম রেজাউল হাসান জানান, ‘দুবাই ফিনটেক সামিটে রিভ চ্যাটের অংশগ্রহণ নিয়ে আমরা খুবই আশাবাদী, কারণ আর্থিক প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন ও সংযোজনের স্বপ্ন বাস্তবায়নে এটি আমাদের একধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা এখানে রিভ চ্যাটের নতুন সংস্করণ ৪.০ প্রদর্শন করছি যা ইন্সট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাটের সমন্বয়ে কাস্টমার এঙ্গেজমেন্টে একটি মাইলফলক বলা যায়।’

 


আরো সংবাদ



premium cement